মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে কদমতলা, সাতআলীয়া, বাগমারী, মলেঙ্গাসহ বিভিন্ন এলাকায় গনোসংযোগ করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাঈদ মেহেদী। গতকাল বুধবার সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত এই গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি যতীন দেব বর্মন, আওয়ামীলীগ নেতা সুন্নত আলী দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈলুদ্দীন গাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু নরেন মন্ডল, সাবেক সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক আল-মামুন সরদার, রতুনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, সা এ্যডভোকেট হাবিব ফেরদাউজ শিমুল, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক সুমন, সাংবাদিক শিমুল, রাসেল, প্রমুখ