দেবহাটা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা থানা পুলিশ।
বৃহষ্পতিবার সকাল ১০ টায় দেবহাটা থানা ভবনে অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র,সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই মনিরুল ইসলাম, এসআই হেকমত, এসআই আব্দুল গনি, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই দরবেশ ফকির, এএসআই মাসুম, এএসআই রাকিব হোসেন, এএসআই জুয়েল, এএসআই সোহেল সহ দেবহাটা থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।