March 8, 2021, 9:16 am
এসভি ডেস্ক: যশোরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু তৃষাকে ধর্ষণের পর হত্যাকারী হিসেবে অভিযুক্ত শামীম হোসেন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বুধবার ভোর রাত চারটার দিকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর সরকারী হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
গত ৩ মার্চ ইজিবাইক চালক তরিকুল ইসলাম এর মেয়ে শিশু তৃষা (৮) নিখোঁজ হয়,পরে দিন রবিবার শহর ধর্মতলা এলাকা থেকে তৃষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ দাবী রাতে শহরের খোলাডাঙ্গা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে শামীম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এসআই খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তখনই তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৫ পিস ইয়াবা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision