দেবহাটা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকালে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা, কামটা, ঈদগাহ বাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজু প্রমূখ।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে দেবহাটাকে মাদক-সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে কাজ করব। প্রধান মন্ত্রীর সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।