Spread the love

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা বাজরের কাঁচা বাজার মুদিচান্নিতে রাত পৌনে ১১টার দিকে ভয়াভহ অগ্নিকান্ডে ৮ টি দোকানে পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা  যায়।

ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে বিশ্বনাথ সাধু, শক্তি সাধু, জলিল সরদার, শেখ আবু সাঈদ, তৌহিদুল ইসলাম তরাব,কামাল মোল্লা মনোকর।

সাতক্ষীরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, বিদ্যুতিক সর্ট-সার্কিট এর কারনে আগুন লাগে। স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে।