নিজস্ব প্রতিনিধি: ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে কলেজের অধ্যক্ষ এর অফিস রুমে ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, কলেজের বিদ্যুৎসায়ী সদস্য সরদার এ মজিদ, মো. আনিছ উদ্দিন, এ্যাড. আব্দুল লতিফ, মো. আজমল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. রমজান আলী বিশ্বাস, মো. আবু সাঈদ, মো. আনছার আলী, শিক্ষক প্রতিনিধি পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, মো. আব্দুল মান্নান প্রমুখ।
আলোচ্য সুচির মধ্যে ছিল বিগত সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন, দাতা সদস্য নিরঞ্জন ঘোষের মুত্যুতে শোক জ্ঞাপন, ডিজিটাল হাজিরা নিশ্চিত করণ, কলেজ সংস্কার, স্নাতকোত্তোর স্তরে অধিভুক্তিকরণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে সভায় আলোচনা করা হয় এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।