দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি শরৎ ঘোষ, যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সরাফি, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামন্ডার সুভাষ ঘোষ, ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দীন, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সমবায় অফিসার আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, তথ্য অফিসার সামসুন্নাহার, সরকারি কেবিএ কলেজের সভাপতি রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, রিসোর্স অফিসার লোকমান কবির, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সিডাবøুসিএস’র রুহুল আমিন, নারী কন্ঠ সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান প্রমুখ।
মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রতিটি শিক্ষা শিক্ষা ও ব্যাবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।