আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পল্লী বিদ্যুতের শর্ক লেগে ১জন নিহত হয়েছে। ঘটনার পর পরই আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, রবিবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারের রিপন হোসেনের দোকানের সাদের উপর অসতর্কতা অবস্থায় পল্লী বিদ্যুতের শর্ক লেগে রাজমিস্ত্রীর সহকারী (জোগাড়ী) ওয়াজ করুনী বাবু (১৮) নিহত হয়। নিহত ওয়াজ করুনী বাবু আনুলিয়া ইউনিয়নের বল্লবপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
আশাশুনি থানা পুলিশ লাশের সুরোহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।