ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় চা- পাতাসহ চোরাকারবারী ইয়ারুল ইসলাম (৩২) কে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১লা মার্চ সকালে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা বাজার থেকে পন্যসহ তাকে আটক করা হয়।
আটক ইয়ারুল ইসলাম সদর উপজেলার ঝাউডাঙ্গার গোবিন্দকাটি গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আশরাফুল ইসলাম জানান, তার নেতৃত্বে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় একদল চোরাকারবারীকে তাড়া করে ওই স্থান থেকে ভারতীয় ৯৯ কেজি চা- পাতাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত চা-পাতার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ব্যাপারে নায়েক সুবেদার আশরাফুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চা-পাতা আমদানী করার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন।