উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ও ফেন্সিডিলসহ বৃহস্পতিবার পৃথক দু’টি অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামানের নের্তৃত্বে সংগীয় পিএসআই মাহফুজ ও এএসআই জাহিদুল ইসলাম,অভিযান চালিয়ে পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী বিএম মোস্তাফিজুর রহমান মুস্তাক (৪৬)কে মশাঘুনি ব্যারাক অফিসের পশ্চিমে কলা বাগান এলাকা থেকে ৬ বোতল ফেন্সিডিল এবং কুন্দশী গ্রামের নজরুল হক মৃধার ছেলে ইকরামুল হক মৃধা @জুয়েল (৩৫) ও গোপীনাথপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে সুজন শেখ (২৫)কে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে লক্ষীপাশা চৌরাস্তা মাইক্রোষ্টান্ড এলাকা থেকে বিকিকিনির সময় ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবন কারি, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।