দেবহাটা প্রতিনিধি: সাংগঠনিক নিষ্ক্রিয়তা থেকে উত্তরণের লক্ষে মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেবহাটা রিপোটার্স ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় দেবহাটার লাইট হাউজ কমিউনিটি সেন্টারে রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত গনমাধ্যম কর্মীদের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুর্বের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা পরবর্তী রিপোটার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি আবু সাঈদকে সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনকে সাধারন সম্পাদক, সমাজকল্যান বিষয়ক সম্পাদক জিএম নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করার পাশাপাশি রফিকুল ইসলামকে সহ-সভাপতি, আফসার হোসেনকে যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, আনিছুর রহমানকে অর্থ বিষয়ক সম্পাদক, রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক, ফরহাদ হোসেন সবুজকে সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক, শাহিন আলমকে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কবির গাজীকে প্রচার সম্পাদক, অনুপ কুমার বিশ্বাসকে ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মঞ্জুর আলম,সোহাগ হোসেন, আলমগীর কবির, বিষ্ণু অধিকারী, অনিমেষ সরকার, রাজু ঘোষকে কার্যনির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।