দেবহাটা প্রতিনিধি: আসন্ন ৫ম দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি জনসাধারনের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ সম্মুখে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারনের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় কালে বিগত ৫ বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনসম্মুখে তুলে ধরে চলমান এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো মুল্যবান ভোট দিয়ে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানান।
পাশাপাশি আসন্ন নির্বাচনে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দেবহাটা উপজেলাকে মাদক,সন্ত্রাস,দূর্নীতি ও জঙ্গীবাদমুক্ত আধুনিক উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী,জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ সুমন, ইউপি সদস্য শরিফুল মোল্যা, বাবলুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আজগর আলী।