দেবহাটা প্রতিনিধি: আসন্ন ৫ম দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি জনসাধারনের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
শনিবার সকাল থেকে তিনি উপজেলার জনবহুল পারুলিয়া মৎস্য সেড,কুলিয়া মৎস্য সেড ও গাজীরহাট মৎস্য সেড সহ বিভিন্ন এলাকার জনসাধারনের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে বিগত ৫ বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনসম্মুখে তুলে ধরে চলমান এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো মুল্যবান ভোট দিয়ে আলহাজ্ব আব্দুল গনিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানান দলীয় নেতাকর্মীরা।