Spread the love

এসভি ডেস্ক: শহীদ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল  বারী ও কুশখালী ইউপির সাবেক সদস্য আক্তারুজ্জামানের পুতনি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আজিজুল হকের নাতনী ও সৌদীআরব পুলিশের স্পেশাল ফোর্সের দোভাষী মাসুদ রানার একমাত্র মেয়ে খেয়ালী মাসুদ রিমঝিম এর তৃৃৃৃতীয় জন্মদিন আজ।

মেয়ের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বাবা মাসুদ রানা।