এসভি ডেস্ক: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী ফারহাদ, সহ সভাপতি ইব্রাহিম খলিল, আব্দুল হামিদ প্রমুখ।
অনুমোদিত এ কমিটি সভাপতি পারভেজ আহম্মেদ, সহ সভাপতি সাজ্জাত হোসেন আশিক, সাধারণ সম্পাদক এসএম আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, প্রচার সম্পাদক এনামুল হোসেন, অর্থ সম্পাদক সাহেব হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক রাফিউজ্জামান হৃদয়, শিক্ষা বিষয়ক সম্পাদক আল আমিন প্রান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক আল আমিন।
আগামী ৬ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।