এসভি ডেস্ক: সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান পিপিএম বার পদ মর্যাদা পাওয়ায় ২৪ ঘন্টা টেলিভিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান কালে পুলিশ সুপার ২৪ ঘন্টা টেলিভিশনের মঙ্গল কামনা করেন। ২৪ ঘন্টা টেলিভিশনের কর্ম পরিকল্পনা শুনে তিনি সন্তষ্ট প্রকাশ করেন এবং সাতক্ষীরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৪ ঘন্টা টেলিভিশনের চেয়ারম্যান মোঃ খালিদ হাসান শান্ত, ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান,স্টাফ রিপোর্টার আব্দুস সালাম ও ক্যামেরা ম্যান্ আসিফ ইকবাল প্রমুখ।