Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি’র পদত্যাগকারী চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে কুশুলিয়া ইউপি’র সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহসান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউসিসিএ লিমিটেডের সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, যুবলীগের সাবেক নেতা আব্দুল কুদ্দুস ওরফে জনতার সাহেব এবং মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিপালী রাণী ঘোষ, আফসানা বেগম ও বিষ্ণুপুর ইউপি’র ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফারজানা।