March 8, 2021, 8:40 am
ফিরোজ জোয়ার্দ্দার: আশাশুনি থানা পুলিশের অভিযানে বুধবার দিবাগত রাতে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় মানিকখালী নির্মানাধীন ব্রীজের কাজে ব্যবহৃত ৯টি লোহার এমএস পাইপ চুরি করার পর জনৈক মিজানুর ঢালীর ঘেরের মধ্য থেকে উদ্ধারসহ মানিকখালী গ্রামের নুর আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী (৫০) কে আটক করেন।
এ ঘটনায় নজরুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানার একটি চুরির মামলা নং-২১(০২)১৯ রুজু করা হয়ে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision