ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতের যাওয়ার সময় টহলরত বিজিবি’র হাতে আটক বাংলাদেশী যুবক জাকির হোসেন (২৩)।
মঙ্গলবার (২৬ ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কেড়াগাছি আমতলা পোস্ট ১৩/৩ এস ২ আরবী’র নিকট থেকে তাকে আটক করা হয়।
আটক জাকির কেড়াগাছি গ্রামের আজগর আলী হাজরার ছেলে।
কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক আবুল হোসেন জানান, ওই যুবক অবৈধভাবে বিনা পাসপোর্ট ভারতে যাওয়ার চেষ্টা করলে তার নেতৃত্বে টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে থানা পুলিশে সোপার্দ করা হয়েছে।
এ ব্যাপারে নায়েক আবুল হোসেন বাদী হয়ে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা নং (১৮) ২৬/২/১৯ দায়ের করা হয়ে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।