Spread the love

এসভি ডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৮৩তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদনগর) জন্মগ্রহণ করেন তিনি।

নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। পরে তিনি ল্যান্স নায়েক পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন তিনি।

৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে হানাদারদের আক্রমণে তিনি শহীদ হন।

যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পবিত্র কোরানখানী, র‌্যালি, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, দোয়া মাহফিল ও মোনাজাত।

এছাড়া পরিবারের পক্ষ থেকে যশোরের শার্শার কাশিপুরে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।