নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে মৃত রফিকুল সানার বড় ছেলে আশরাফুল ইসলাম সানা (৩০) সোমবার সকাল ৭টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
আশরাফুল ইসলাম পেশায় একজন চিড়ির মিল ব্যবসায়ী। আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গায় তার একটি চিড়ির মিল আছে। সেখানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
সোমবার সকাল ৬টার দিকে তার বুক ব্যথা অনুভব করে। পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দারা তার এ অবস্থা দেখে ডাক্তার ডেকে আনার আগে সে মৃত্যু কোলে ঢোলে পড়েন।
আরো পড়ুন: সাতক্ষীরা-যশোর মহাসড়ক: কাদার উপর দিয়ে চলছে গাড়ী!
আশরাফুল ইসলামের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এ অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এক বছর আগে স্বামীর মৃত্যুর শোক শুকাতে না শুকাতে ছেলেহারা আশরাফুলের মা রোজিনা খাতুন বার বার মুর্ছা যাচ্ছেন। আত্বীয় স্বজনরা সবাই নির্বাক তার এ অকাল মৃত্যুতে।
মৃত্যু কালে তিনি দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
মাগরিব বাদ জানাযান্তে রাত ৮টার দিকে পারিবারিক কবর স্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664