February 27, 2021, 6:59 pm
এসভি ডেস্ক: সাতক্ষীরা-যশোর মহাসড়কের বেলতলা থেকে কাজীর হাট পর্যন্ত পিচের রাস্তার অবস্থা এটি। মনে হচ্ছে কাঁচা কাদার রাস্তার উপর দিয়েই চলছে যানবাহন।
স্থানীয় বাসিন্দা রেহেনা খাতুন বলেন, ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার জন্য এই মহাসড়ক দিয়ে মাটির ট্রলি ও ট্রাক্টর চলাচল করে। ট্রলি ও ট্রাক্টর থেকে মাটি পড়ে পড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর কারণে যে কোন সময়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা স্থানীয়দের।
সাতক্ষীরা গামী প্রাইভেট চালক হাফিজুর রহমান বলেন, অনেক রিক্সে গাড়ি চালাতে হচ্ছে।
All rights reserved © Satkhira Vision