আশাশুনি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম আবারও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভ করায় রবিবার সন্ধ্যায় উপজেলার কুল্যায় আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কুল্যা টু বাঁকা সড়কে এক আনন্দ মিছিল করে। পরে কুল্যার মোড়ে ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম ইবাদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: সাতক্ষীরার পূর্ব জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আশাশুনি থানার ওসি বিপ্লব
আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা মোঃ রজমান আলী, মিকাইল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ সাবুদালী, শেখ আশরাফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ডাঃ এস কে রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক ডাঃ হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান, রানা আহম্মেদ, আছের আলী, রবিউল ইসলাম, রিজাউল ইসলাম, রিপন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগন উপস্থিত সকলকে উন্নয়নের প্রতীক নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608