দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্ধারিত মনোনয়ন দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইকবাল হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
আরো পড়ুন: মনোনয়ন পত্র জমা দিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঃ গনি
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম,সাধারন সম্পাদক বিজয় ঘোষ,নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর,দেবহাটা সদর যুবলীগের সভাপতি শাহীন সিরাজ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল আহম্মেদ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।