দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্ধারিত মনোনয়ন দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইকবাল হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
আরো পড়ুন: মনোনয়ন জমা দিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিন্নুর
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আফসার উদ্দীন বাবলু,দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।