দেবহাটা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক দেবহাটা উপজেলা চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড স.ম গোলাম মোস্তফা।
সোমবার দুপুর ২টা ৩০মিনিটে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
আরো পড়ুন: মোস্তাকিম নৌকা পাওয়ায় আশাশুনির কুল্যায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউপ, বিআরডিপির চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনু রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব সিরাজউদ্দীন গাজী, নুর ইসলাম গাজী, বিশিষ্ট সমাজসেবক রওশন আলম প্রমুখ।