তালা প্রতিনিধি: তালায় ওয়ান ডে ওয়ান ওয়ার্ড বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শিল্পকলা একাডেমীর হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) উপ-আনুষ্ঠিনিক শিক্ষা ব্যুরো তপন কুমার ঘোষ।
সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন,বাবুল আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লা-হেল আসলাম,আলমগীর হোসেন, সচীন্দ্র নাথ বিশ্বাস,প্রধান শিক্ষক এসএম লিয়াকত হোসেন,আব্দুর রাজ্জাক প্রমুখ।