এসভি ডেস্ক: দলীয় নেতা-কর্মীদের স্বার্থে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদী।
আগামী ২৬ শে ফেব্রুয়ারি তিনি মনোনয়পত্র দাখিল করবেন বলে জানা গেছে। তিনি নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে বলেন, কালিগঞ্জে ২৭ বছর ধরে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলা হয়েছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের স্বার্থে তাদের পাশে দাঁড়াতে, কালিগঞ্জ উপজেলাকে জামাত-শিবীর মুক্ত করতে এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এসডিজি বাস্থবায়নে নির্বাচনে অংশগ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ছে।
আরো পড়ুন: ভূমি কর্মকর্তাদের অপরিকল্পিত ইজারার কারণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তালার বাইপাস সড়ক
বিপদে আপদে নেতাকে পাশেনা পেলে জনগন দল করবে কেন? তৃনমূলের মতামত উপেক্ষা করে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ইতিমধ্যে দলীয় কাউন্সিলাররা হতাশ হয়ে পড়েছে। তাই দলের বিরুদ্ধে নয় পরিবর্তনের ধারাবাহিকতার জন্য আমার পক্ষে অবস্থান নেবেন অধিকাংশ নেতা-কর্মী ও সমার্থকরা।