মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২৫ফেব্রুয়ারী রোজ সোমবার দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জন প্রতিনিধি এবং সাবেক মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান সাঈদ মেহেদী।
আরো পড়ুন: বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে: দেবহাটার ইউএনও
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণশ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু প্রশান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু চন্ডি চরন মন্ডল, রতুনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি ও জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সহ-সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্র লীগের সাবেক ক্রিড়া সম্পাদক অনিক মেহেদেী, রাসেদুল ইসলাম জয় বাংলা, শফিকুল ইসলাম, লাভলু, সুবাহান প্রমুখ।