খাজরা প্রতিনিধি: ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু চক্রের পরিক্রমায় এখন বসন্তকাল। আজ ১৩ই ফাল্গুন সোমবার ভোর রাতে হঠাৎ বৃষ্টি শুরু হয়।
তার সাথে যোগ হয়েছিল ঝড়-হাওয়ায়। ঝড়-হাওয়ার গতি বেগ ও ছিল অনেকটা বেশি। এ কারনে আশাশুনির খাজরায় ঝড়ে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কাচা ঘরের টিনের চাল উড়ে গেছে। গাছের ডাল ভেঙ্গে সড়কের উপরে পড়েছে। আম,লেবু,সজিনা ইত্যাদি গাছের মুকুল ঝরে গেছে। ফলে এসব মৌসুমি ফলের ফলন কম হবে বলে স্থানীয়রা আশংকা করছে।
রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন আছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের ফলে নবজাতক ও শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে অনেকে জানায়।
বৃষ্টি ও তীব্র বাতাশের কারনে শীতের প্রভাব আবারও নতুন করে যোগ হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কর্মজীবি সাধারন মানুষ বেশি অসুবিধায় আছে।