Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের বাইরে যেয়ে কেউ নির্বাচন করলে তাকে মাঠে টিকতে দেয়া হবে না। কারণ নৌকা মানে শেখ হাসিনা। শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন।

রোববার (২৪ ই ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া ফুটবল মাঠে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের পক্ষে র‌্যালী ও কর্মী সমাবেশে প্রধান অতিথী’র বক্তৃতায় সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি এসব কথা বলেন।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত কর্মী সমাবেশে এমপি মুস্তফা লুৎফুল্লাহ আরো বলেন, নৌকা প্রার্থীর বিপক্ষে যারা অবস্থান করবেন বা নৌকা প্রচারণায় কর্মীদের উপর হামলা করার চেষ্টা করেন তাহলে দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে আইন- শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের প্রতিহতো করা হবে।

আরো পড়ুন: মৎস্য ঘেরে লোনা পানি উত্তোলনের প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

শেখ হাসিনাকে সরকার প্রধান করায় পিছনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুমিকা অপরিসীম। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজ আহম্মেদ স্বপনের নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান।

কলারোয়া উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, আবুল কালাম, এসএম আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আসলাম খান, গাজী মাহবুবুর রহমান মফে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক ছাত্রনেতা শফিউল আলম শফি, আওয়ামী লীগ নেতা মাস্টার আজিজুর রহমান, শফিকুল ইসলাম, রাম প্রসাদ দত্ত, জিএম মিজানুর রহমান, অধ্যাক্ষ গাজী রবিউল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, সরদার আনছার আলী, শহিদ আলী, রুহুল কুদ্দুস, এসএম সেলিম রেজা, তন্ময় আহম্মেদ মেরীন, মন্ময় মনিরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।

কর্মী সমাবেশে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের হাতে দলীয় প্রতিক তুলে দেন এমপিসহ নেতৃবৃন্দ। কর্মী সমাবেশ শেষে হাজার হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতিকের বিশাল র‌্যালী পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।