ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় আগামী ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ দলীয় প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে মনোনীত করায় উপজেলা যুবলীগের উদ্দ্যোগে তৎক্ষনিকভাবে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ই ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরোজ আহম্মেদ স্বপনকে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে উপজেলা নির্বাচন করার সুযোগ তৈরী করে দেয়ায় জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান যুবলীগ। পশু হাট মোড়ে অবস্থিত যুবলীগের কার্যালয় থেকে রাত ১০ টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পশুহাট মোড় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: বিপিএম” পদক পাওয়ায় সাতক্ষীরার এসপি সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরা থানার অভিনন্দন
আনন্দ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় মনোনয়ন প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, দপ্তার সম্পাদক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারন আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, কাউন্সিলর আকিমুদ্দিন আকি, এসএম সেলিম রেজা, রুহুল কুদ্দুস, নজরুল মেম্বারসহ বিপুর সংখ্যাক নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়া (২৪ ই ফেব্রুয়ারী) আজ বিকালে কলারোয়া সরকারী জিকে এমকে পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে দলীয় প্রতিক নৌকার সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করার জন্য সকল নেতা- কর্মীদের হাজির হওয়ার জন্য যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম আহবান করেন।
আরো পড়ুন: প্রচারে এগিয়ে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রবীণ আ’লীগ নেতা সেলী