Spread the love


নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীত বন্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ্ব আবুল কালাম বাবলা।

আরো পড়ুন: ‘প্রত্যেক শিক্ষার্থীকে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে’: রবি

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামান প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় স্কুলের ৮০ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।