এসভি ডেস্ক: এসএসসি পরীক্ষা দিচ্ছেন নীলফামারীর ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জলঢাকার আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে আরো জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে এসএসসি পরীক্ষার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১নং রুমে বসে পরীক্ষা দেন ওসি মফিজ উদ্দিন।
আরো পড়ুন:সাতক্ষীরায় প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
এ বিষয়ে একাধিক পুলিশ পরিদর্শক (ওসি) জানান, ওসি মফিজ উদ্দিন শেখ ৮ম শ্রেণির সনদপত্র দিয়ে কনস্টেবল পদে পুলিশ বিভাগে যোগদানের পর পদোন্নতি পরীক্ষা দিয়ে বর্তমানে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে ডিমলা থানায় কর্মরত আছেন। উন্মুক্ত বিদ্যালয়ের অধীনে ২০১৭ সালে জলঢাকার আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে তিনি ভর্তি হন।
এ প্রসঙ্গে জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী বলেন, ২০১৭ সালে তিনি (মফিজ উদ্দিন শেখ) বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯ম শ্রেণিতে ভর্তি হন। ২টি সেমিস্টারের পরীক্ষায় এবার পরীক্ষা দিচ্ছেন তিনি। বর্তমানে ওই কেন্দ্রে ওসি মফিজ উদ্দিনসহ দ্বিতীয় সেমিস্টারে ৯৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি স্বীকার করে ওসি মফিজ উদ্দিন শেখ গণমাধ্যমকে বলেন, জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। আমি আমার আগের শিক্ষাগত যোগ্যতা দিয়ে পদোন্নতি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছি। এরপরও ব্যক্তিগত ইচ্ছায় আবারো এসএসসি পরীক্ষা দিচ্ছি। এতে অসুবিধা কী?
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664