March 2, 2021, 8:17 pm
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাহজানপুর গ্রামে গাঁজা বিক্রিতে বাঁধা দেওয়ায় ছেলে, বউমাসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে বাবা কওসার হোসেন। আহতরা দেবহাটার সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাহজানপুর গ্রামের সাব্বির হোসেন (২৮), তার স্ত্রী মুক্তা রানী (২৪) ও চাচী আলেয়া বেগম।
আরো পড়ুন: সাইকেল চালিয়ে রাজিশাহীর তাবলীগ ইজতেমার পথে সাতক্ষীরা ৮১ বছরের বৃদ্ধ
হাসপাতালে চিকিৎসাধীন আলেয়া বেগম জানান, বৃহস্পতিবার বাবা কওসারকে গাঁজা বিক্রির কাজে বাঁধা দেয় ছেলে সাব্বির হোসেন। গাঁজা বিক্রিতে বাঁধা দেওয়ার ঘটনার সুত্র ধরে ওই দিন রাতে সাব্বির হোসেন, তার স্ত্রী মুক্তা রানীসহ আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে কওসার হোসেন। এতে সাব্বির হোসেনের মাথা ফেঁটে যায়।
এসব অভিযোগের বিষয়ে কওসার হোসেন বলেন, পুকুরে মাছ ধরা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মারামারি হয়েছে। তবে গাঁজা বিক্রির অভিযোগ অস্বীকার করেন তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব নাথ সাহা বলেন, মারপিটের ঘটনার বিষয় নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন: ’যারাই সমাজের শান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হস্থে দমন করা হবে’:ওসি দেবহাটা
All rights reserved © Satkhira Vision