ফিরোজ জোয়ার্দ্দার: কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার পলাতক আসামী নজরুল ইসলাম নজু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দিবাগত রাতে উপজেলার বড়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: কপোতাক্ষ নদে ভাসছে অর্ধগলিত প্রাণি সাদৃশ্য বস্তু
আটক নজরুল ইসলাম বড়ালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
কলারোয়া থানার এএসআই নুর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা পেশাদার মাদক সম্রাট নজরুলকে বাড়ী থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলার ও ৩টি ওয়ারেন্টভুক্ত থাকায় তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।