Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার কপোতাক্ষ নদে হঠাৎ ভেসে উঠলো অর্ধগলিত প্রাণি সাদৃশ্য বস্তু। এটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এটিকে দেখে অনেকেই মৃত ডলফিন বলে ধারণা করছেন।

আজ শনিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার আচিমতলা এলাকার কপোতাক্ষ নদে হঠাৎ ভেসে ওঠে এটি।

আরো পড়ুন: ‘স্বল্প সময়ে অধিক ফলনে বিনা সরিষার বিকল্প নেই’

আচিমতলা এলাকার শামছুর মোড়ল জানান, শনিবার সকালে আচিমতলা এলাকায় অবস্থিত ফারাহ ব্রিক্স এর সন্নিকটে কপোতাক্ষ নদের ধারে মৃত অবস্থায় একটি প্রাণী সাদৃশ্য বস্তু ভাসতে দেখা যায়। পচন ধরার কারণে চেনা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে এটি একটি মৃত ডলফিন । কপোতাক্ষ নদের জোয়ার-ভাটায় এটি সমুদ্র থেকে ভেসে আসতে পারে।

তালা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়েছি । বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন:বিপিএম” পদক পাওয়ায় সাতক্ষীরার এসপি সাজ্জাদুর রহমানকে কালিগঞ্জ সার্কেলের অভিনন্দন