Spread the love

এসভি ডেস্ক: জাতি বৈচিত্র্যের বাংলাদেশে থাকবো সবাই মিলেমিশে এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের আয়োজনে সম্মেলনে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ. আব্দুল কাদের, রিলিফ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার এম.এম কবীর মামুন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা প্রমূখ। সভায় বক্তাগণ সাতক্ষীরা জেলায় আদিবাসীদের মানবাধিকার রক্ষার পাশাপাশি তাদের উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানান।

এসময় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতৃবৃন্দ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক দলের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপঙ্কর সাহা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট নিশাত তাসনিম।