ছবি: প্রতিনিধি
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম (বিপিএম) বলেছেন, মাদক ও জঙ্গীবাদের সাথে কোন আপোষ নয়। এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপশক্তির কালো থাবা থেকে তরুণ-যুবকসহ সকলকে রক্ষা করতে হবে। নড়াইল পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সহযোগিতায় খুলনা রেঞ্জ পর্যায়ে নড়াইলকে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণার লক্ষ্যে ব্যাপক মাদকবিরোধী অভিযান চলছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র, নড়াইলের চারটি থানার ওসিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পুলিশের আয়োজনে ‘মাদক, দুর্নীতি, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।