দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটার উত্তর সখিপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দীতায় অংশগ্রহণ করেন শহিদুল ফুটবল একাদশ এবং ওহাব ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুটবল মাঠের উদ্যোক্তা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বর্তমান ইউপি সদস্য মোকলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ভন্টু, প্রাইম সমবায় সমিতির পরিচালক ওয়ারেছিন কবির, ডা: তাপস কুমার ।
প্রীতি ফুটবল খেলায় টাইব্রেকারের মাধ্যমে ওহাব ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শহিদুল ফুটবল একাদশের খেলোয়াড়রা বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।