আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইঞ্জিন চালিত ট্রলি উল্টে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলা বাঁকা টু কুল্যা সড়কের কচুয়া আনিস ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক হাফিজুল ইসলাম (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাজিরবাসা এলাকার ছবেদ আলী গাজীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টা দিকে ধানবাহী ট্রলি চালিয়ে আশাশুনির তেতুলিয়া থেকে বুধহাটার দিকে যাচ্ছিলো। এসময় ট্রলি চালক ঘটনাস্থলে পৌছলে ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গোবিন্দ মাষ্টারের পুকুরে পড়ে গেলে ট্রলির তলায় পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়। তবে চালকের সাথে ট্রলিতে থাকা অপর দুইজনের সন্ধান বা তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত ট্রলি ও নিহত ট্রলি চালককে উদ্ধার করেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার নাথ জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে পোষ্টমর্টেম এর জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664