এসভি ডেস্ক: সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ‘ আদিবাসীরাই ভূমিপুত্র। তাদের ভূমির অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলাফল স্বরূপ বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ এখন দরিদ্র দেশের তালিকা থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এখন সময় সামনে এগিয়ে যাবার। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতায় আদিবাসী বাঙালি সবাইকে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। গঠন করতে হবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ। স্বপ্নের সোনার বাংলাদেশ। সরকার আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে তাদের নিজেদের উন্নয়নে তাদের নিজেদেরকেও নিজেদের উদ্যোগে এগিয়ে আসতে হবে।’
আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার মিলনায়তনে আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।