ফিরোজ জোয়ার্দ্দার: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার (২১ ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস রিলিসের মাধ্যমে এ শোক প্রকাশ করা হয়। শোক বার্তায় বলা হয়েছে ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত কলারোয়া যুবলীগ।
নিহতদের পরিবারকে সমবেদনা জানাই আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, তবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অন্য ভবনগুলোতেও ছড়িয়ে পড়ায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপ পরিচালক(অপারেশন্স ও মেইনটিনেন্স)দিলিপ কুমার। আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ৩১টি স্টেশন থেকে ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলেও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের(ঢামেক)রেজিস্ট্রার জানান, এ পর্যন্ত মোট ৫৬জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও মাত্রই আরো ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তারা জানান। আর আগুনে অসংখ্য হতাহতদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসাপতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তারা। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি যেন আল্লাহ তাদের জান্নাত দান করবেন- ইনশাআল্লাহ।