Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আইসক্রিম কারখানায় গ্যাস স্যালেন্ডার বিষ্ফোড়নে এক গৃহবধু মারাত্বক ভাবে আহত হয়েছে।

আহত গৃহবধু নাছরিন খাতুন (৩০) বুধহাটা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

জানা গেছে, বুধহাটা কওছারিয়া মাদ্রাসা মোড়ে নিছার আলী সরদারের ছেলে আব্দুর রহিম দীর্ঘদিন ধরে তার নিজস্ব কারখানায় আইসক্রিম তৈরী করে আসছিলেন।

তার আইসক্রিম ফ্যাক্টরী থেকে প্রতিদিন স্থানীয় হকাররা আইসক্রিম নিয়ে ভ্যান যোগে গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে আব্দুর রহিম তার স্ত্রী নাছরিনকে সাথে নিয়ে কারখানার মেশিনে গ্যাস সরবরাহ করছিলেন। কিছু বুঝে উঠার আগেই সরবরাহকৃত গ্যাস স্যালেন্ডার বিষ্ফোড়ন হলে গৃহবধু নাছরিন খাতুনের হাত ও পা ঝলসে যায়।

আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, প্রায় ৮বছর আগে আব্দুর রহিমের ভাই সোহরাব হোসেন অনুরুপ আইসক্রিম কারখানায় গ্যাস স্যালেন্ডার বিষ্ফোড়নে নিহত হয়েছিলেন।