Spread the love

এসভি ডেস্ক: গ্যাংগ্রিন রোগে আক্রান্ত শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট যতিন্দ্রনগরের জরিনা বেগমের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ।

সূত্র জানায়, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট যতিন্দ্রনগরের জরিনা বেগম (৭৩) বাম পায়ে গ্যাংগ্রিন রোগ নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে বিগত ২১ দিন যন্ত্রণায় ছটফট করছেন।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নিজ উদ্যোগেই অর্থ সংগ্রহ করে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর হাসপাতালের ৩নং কেবিনের ৫নং বেডে গিয়ে জরিনা বেগমের হাতে তুলে দেন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম।

এসময় মহিদুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে জরিনা বেগমের অপারেশনের ব্যবস্থা করেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার অপারেশন সম্পন্ন হয়। মহিদুল ইসলাম জরিনা বেগমের পরিবারকে আশ্বাস প্রদান করেন, তিনি যতদিন পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ তার খোঁজখবর নেবেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক কাজী ফাহিম, এইচএসসি প্রথম বর্ষের সাংগঠনিক সম্পাদক জুলকার নাইন প্রমুখ।