এসভি ডেস্ক: যশোরের শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি (এএসআই)আনসার আলী পুলিশ ফাড়ি /ক্যাম্প পর্যায়ে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
ফেব্রুয়ারি ২০১৯ মাসের মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিলের জন্য তিনি এই গৌরব অর্জন করেন।
সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যলয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার ময়নুল হক তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগেও তিনি একাধিকবার এ সম্মাননা পেয়েছেন।