নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ৫৭নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার সকাল ১০ ঘটিকা থেকে অত্র বিদ্যালয়ে ভোট গ্রহণ উপলক্ষ্যে বিদ্যালয়কে সুসজ্জিত করা হয়। ব্যানার,ফেস্টুনে ছেয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গন।
৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৭জন কাউন্সিলর নির্বাচনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১১জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
৫৭নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কমিশনারের রুমে ঢুকে অনুমতি নিতে গিয়ে রীতিমত চমকে উঠার মতো! ৫ম শ্রেণির ছাত্রী অনামিকা রানী প্রধান নির্বাচন কমিশনার। পোলিং অফিসার ছিলেন শারমিন খাতুন ৩য় শ্রেণি ও জয় বৈরাগী ৪র্থ শ্রেণি।
৫ম শ্রেণির ছাত্র হাসিবুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। আনসার, পুলিশ সবকিছু ছিল স্কুলের ছাত্র/ছাত্রীরা। তারা কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন পরিচালনা করেন।
ভোট কেন্দ্রে দুটি বুথ। ছেলে ও মেয়েরা সবাই আলাদা আলাদা বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানায়।
এ নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল। ছাত্র/ছাত্রীদের ভোট ক্ষেন্দ্র পরিচালনা ও তাদের সাবির্ক সহযোতিায় ছিলেন সহকারী তৃপ্তি রানী,রাহুল দেব মন্ডল,আবু মুছা।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।