ফিরোজ জোয়ার্দ্দার: ‘হাজারও মানুষের ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহান (৫০)।
মঙ্গলবার (১৯ ই ফেব্রুয়ারী) দুপুরে জোহর নামাজের পর উপজেলার কাজীরহাট নাকিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যাক মুসুল্লীগনের উপস্থিতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নাসরীন জাহানকে।
মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মশিউর রহমান বাবুর পরিচালনায় প্রয়াত নাসরীন জাহানের স্মৃতি চারণ ও রুহের মাগফেরাত কামনা করে জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মরুহুমার স্বামী সরদার মুজিব, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার ও দেবর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন সরকারী কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, আবু বকর সিদ্দিকী, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবী মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুগ্ন আহবায়ক রেজানুজ্জামান লিটু, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারীকসহ শুভাকাংখীরা।
জানাজা নামাজে ইমামতিত্ব করেন কাজীরহাট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম। জানাযার নামজ শেষে মরুহুমা নাসরীন জাহানকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
দাফনের পর মরুহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাকিলা জামে মসজিদের ইমাম মাওলানা বাবর আলী।
উল্লেখ্য- সোমবার (১৮ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগমুহূর্তে প্রয়াত নাসরীন জাহান ঢাকা মিরপুর সেনানিবাসের স্টাফ কলেজে সিডব্লিউসি পদে পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।