মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের সুত্রে জানাগেছে, সোমবার সকালে মৌতলা বাজারে গ্রামীন ফোনের টাওয়ারের সামনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
এঘটনায় মধ্য মৌতলা গ্রামের মোনতেজ গাজী পুত্র আজম গাজীর আনুমানিক চার লক্ষ টাকা মূল্যের আটো ভ্যানের ব্যাটারী ও যন্ত্রাংশ এবং পূর্ব মৌতলা গ্রামের খান আকরাম হোসেনের ছেলে খান ফারুকের অর্ধ লক্ষ টাকা মূল্যের সেলুনি প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608