Spread the love

নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মেধা ও মনন বিকাশে গনতান্ত্রিক মনোভাব সৃষ্টির লক্ষ্যে পরমত সহিষ্ণু ও বিদ্যালয়ের উন্নয়নে এবং সামাজিক কর্মকান্ডে শিশুদের উৎসাহিত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহিত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের দিন চুড়ান্ত হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারী থেকে এ নির্বাচন আশাশুনি উপজেলার ৮নং খাজরা ইউনিয়নের সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে শুরু হবে।

একদম জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয় নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার।

তাছাড়া নিয়মানুযায়ী ভোটার তালিকা প্রণনয়ন, তফশীল ঘোষণা, প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারসহ যাবতীয় কাজ সম্পাদন করা হয় সম্পূর্ণ জাতীয় নির্বাচনের আদলে।

স্থানীয় বিদ্যালয় গুলো ঘুরে দেখা যায় ইতিমধ্যে প্রার্থীরা পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। কোমলমতি এসব ছাত্র/ছাত্রীদের নির্বাচনের প্রতি আগ্রহ অনেক বেশি। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রধান শিক্ষকগণ ও সহকারি শিক্ষকগণ নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন।